খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরোঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর উপরে কবি নজরুল পরিষদে শুক্রবার বিকালে সাহিত্য শিখা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। সাহিত্য শিখা পরিষদের সহ সভাপতি কবি দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আবু হানিফ জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কবি ও সাহিত্যিক মণি খন্দকার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অবসর প্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ, সাহিত্য শিখা পরিষদের অর্থ সসম্পাদক কবি আফতাবুজ্জামান,মন পবনের নাও সাহিত্যের লেখক কবি আব্দুল লতিফ প্রামাণিক। আলোচনা সভা শেষে সাহিত্য শিখা পরিষদের সভাপতি লেখক,নাট্যকর ও কবি আজহারুল ইসলাম আল আজাদের লেখা “গদ্যময় জীবনের পদ্য” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে অসংখ্য কবি ও সাহিত্যিকগন তাদের স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন।