ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২০
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আপনাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়। আপনাদের ভোটে যোগ্য মানুষরাই নেতৃত্বে এসে দলকে শক্তিশালী করবে। তাই সৎ যোগ্য মানুষদের নির্বাচিত করার জন্য তৃণমূল নেতা কর্মীদের আহবান জানান তিনি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আপনাদের মনে আছে বিএনপি-জামায়াত এ দেশের কি পরিমান ক্ষতি করেছে। তারা জ্বালাও পোড়াও থেকে শুরু করে নির্বাচন কমিশনারকেও হত্যা করেছে। এছাড়াও তারা অসংখ্য সাধারন মানুষকে হত্যা করেছে। এসব বিএনপি জামায়াতের লোকজন যাতে আওয়ামী লীগে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কমিটি গঠনের সময় যাচাই বাছাই করে নেয়ার আহবান জানিয়ে রমেশ চন্দ্র সেন বলেন, এমন কিছু মানুষ রয়েছে যারা জমি দখল, মাদক ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের খারাপ কাজের সাথে জড়িত রয়েছে। এসব খারাপ মানুষদেরকে কমিটিতে ঠাঁই দেয়া হবে না। খারাপ মানুষদেরকে দল থেকে বের করে দেয়া হবে। রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে প্রচুর উন্নয়ন করেছে। আ.লীগ ক্ষমতায় এসেছে দেশের মানুষের সেবা করার জন্য। আ.লীগ জনগনের দল, এ দলের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আমাদের দল জনগনের কাছের জনপ্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী করার জন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনছারুল ইসলাম প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক চৌধুরী। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো। সভাপতি পদে ৩জন ও সাধারন সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি পদে লিটন রায় ও সাধারন সম্পাদক পদে সুলতান চৌধুরী জয়লাভ করেন । পরে সদর উপজেলা কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো ও সাধারন সম্পাদক মোশারুল ইসলাম আাগামী তিন বছরের জন্য চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি অনুমোদন দেন। খুব অল্প সময়ের মধ্যে চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোশারুল ইসলাম।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST