রাণীনগরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

রাণীনগরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির আয়োজন করে। শনিবার সকালে কর্মসূচির প্রথমেই উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ, সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল, সংসদ সদস্যের সহধর্মীনি সুলতানা পারভীন বিউটি, ছেলে ইশতিয়াক আলম প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, বীরমুক্তিযোদ্ধা চয়েন উদ্দিন সরকার, নুরুল ইসলাম, পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest