দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু
মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর হিলি রেল স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিমা অঞ্চলের জিএম মিহির কান্তি। তিনি সকাল ১০টায় তিতুমীর ট্রেনের রাজশাহী থেকে হিলি স্টেশনে এসে পৌছাঁলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থলবন্দরের ব্যবসায়ীসহ স্থানীয়রা। পরে স্টেশনটির পুনরায় কার্যক্রম চালু উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। রেলমন্ত্রী প্রচেষ্টার হিলি রেলস্টেশনের পুর্বের ন্যয় এই স্টেশনের প্রাণচঞ্চলতা ফিরে আসবে। হাকিমপুর উপজেলা চেয়ারম্যন বলেন যেমন হিলি স্থলবন্দরে বাণিজ্য প্রসারে যথেষ্ট সম্ভাবনা উন্নয়ন হবে। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে। দিনাজপুর-৬ আসনের সংস সদস্য শিবলী সাদিক, জনান এসময় তিনি বলেন,বর্তমান সরকার রেল বান্ধব সরকার। হিলি স্থলবন্দরের গুরুত্ব কথা বিবেচনা করে দীর্ঘ দিন পর হলেও স্টেশনের কার্যক্রম চালু করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে ৮ই জানুয়ারী লোকবল সংকট দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest