ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে ১৫টি ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে ১৫টি ঘর পুড়ে ছাই

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের দিনেশ মেম্বার পাড়ায় ৯ মার্চ সোমবার দুপর ২ টায় আগুন লেগে সাতটি পরিবারের ১৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার কাছে ঘটনার বিষয় জানতে চাইলে, তারা জানায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমরা সকলেই মাঠে কাজ করে খায়,তাই আমাদের বাসায় লোকজন না থাকায়, আমরা কিছু বাঁচাতে পারিনি। আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে কল দিলে, ফায়ার সার্ভিসে একটি ইউনিট এসে প্রায় ঘন্টাব্যাপি চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, পরে ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আবদুল্লা -আল মামুনকে জানালে তিনি তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্ত শুরেন্দ্র নাথ বর্মন,পরেশ চন্দ্র বর্মন,তুলেশ চন্দ্র বর্মন,নরেশ চন্দ্র বর্মন, দেবেন্দ্র নাথ বর্মন, সীথানাথ বর্মন, বিশ্ব নাথ বর্মন, মাঝে শুকনা খাবার বিতরণ ও টিন এবং আর্থিক সহযোগীতা আস্সা দেন। এসময় গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest