দোলযাত্রা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিএসএফের শুভেচ্ছা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

দোলযাত্রা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিএসএফের শুভেচ্ছা
মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষ্যে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। আজ দুপুর ১টায় হিলি সীমান্তের শুন্যরেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুরেশ কুমার বিজিবিকে মিষ্টি দিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিজিবির পক্ষ থেকে মিষ্টি গ্রহন করেন চেকপোষ্টের নায়েক মানিক মিয়া। বিজিবি জানান, ভারতের দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষে বিএসএফ আামাদের মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমরাও তাদেরকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে সৌহাদ্য, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এতে করে সীমান্তে দায়িত্বপালনরত দুবাহিনীর মাঝে সম্পর্ক আরো জোরদাড় হবে বলে জানিয়েছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest