মুজিব বর্ষ উপলক্ষ্যে হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

মুজিব বর্ষ উপলক্ষ্যে হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে ৩ শতাধিক গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার হাকিমপুর উপজেলা শাখা আরডিআরএস বাংলাদেশ অফিসে সকাল থেকে বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, আরডিআরএসের বিরামপুর এলাকা ব্যবস্থাপক জোবায়দুর রহমান, হাকিমপুর উপজেলার শাখা ব্যবস্থাপক রশীদুজ্জামান লিটন। সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সাফিউল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি চু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের বিনামুল্যে চিকিৎসা প্রদান করেন। এবং জটিল রোগীদের সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামুল্যে অপারেশন করা হবে বলে জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest