জুলহাস উদ্দীন তেতুলিয়া প্রতিনিধি : নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে না ফেরার দেশে পারি দিল তেঁতুলিয়ার উপজেলা হালিমা (১৫) নামের এক স্কুল ছাত্রী। বুধবার (১১ মার্চ) গভীর রাত ৩টার দিকে নিজ ঘরে ঘটনাটি ঘটে । নিহত হালিমা উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। সে উপজেলার সদরের নারী শিক্ষাখ্যাত কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী। আত্মহত্যায় নিহতের চাচা শহিদুল ইসলাম জানান, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হালিমার মায়ের কান্নার চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে দেখি শোয়ার খাটের উপর বাঁশের ধন্নার সাথে ফাঁস লাগানোর অবস্থায় ঝুলছে হালিমা। কি কারণে এ আত্মহত্যা প্রশ্ন করলে তেমন কিছু জানাতে পারেননি তিনি। তবে প্রেমঘটিত কোন কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি ওই সময়ের মধ্যে। এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ও মডেল থানার ওসি জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান কি কারণে মেয়েটি আত্মহত্যা করা হয়েছে এ মুহুর্তে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে বলে জানান মডেল থানার ওসি জহুরুল ইসলাম। এ ঘটনায় পরিবারটিতে বইছে শোকের মাতম।