পঞ্চগড়ে মাস্ক ও অন্যান্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

পঞ্চগড়ে মাস্ক ও অন্যান্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে অতিরিক্ত দামে মাস্ক ও অন্যান্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১১ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন নির্দেশে জেলা সদরের বিভিন্ন ফার্মেসীতে গিয়ে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন। এসময়, করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন জীবাণুনাশক সামগ্রী যাতে কেউ অতিরিক্ত মূল্যে বিক্রয় না করে সে বিষয়ে বিভিন্ন ফার্মেসীর মালিকগণকে সচেতন করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, জনস্বার্থে এবং সংশ্লিষ্ট সকলকে আতংকিত না হয়ে সকলে মিলে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest