ঠাকুরগাঁওয়ে বাংলা মদ সেবন করে মাতলামি করার দায়ে এক যুবক আটক

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

ঠাকুরগাঁওয়ে বাংলা মদ সেবন করে মাতলামি করার দায়ে এক যুবক আটক

 আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় বাংলা মদ সেবন করে মাতলামি করায় দায়ে এক যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১২ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শান্তিনগর এলাকার কবীর হোসেনের ছেলে লাবু হোসেন(৪০) কে এ দণ্ড দেওয়া হয়। জানা যায়, ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে এলাকায় বাংলা মদ সেবন করে মাতলামি করায় জনতা আটক করে। খবর পেয়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নের্তৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলার সদর উপজেলায়। প্রতিটি সচেতন নাগরিককে উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest