ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গণধর্ষন মামলায় তিন আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ঠাকুরগাঁও নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক। আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ প্রদান করেন তিনি। মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসের ২৪ তারিখে রাণীশংকৈল উপজেলার গোগড় গ্রামের বাড়ি থেকে ভুল তথ্য দিয়ে ১৪ বছরের এক শিশুকে তুলে নিয়ে যায় মকিমউদ্দিসহ কয়েকজন যুবক। পরে পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের সখিনা বেগমের বাসায় নিয়ে গণর্ধষন করে তারা। পরে শিশুটিকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর শিশুটির মা লতিফা খাতুন বাদি হয়ে মকিম উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মামলা করে। পরবর্তিতে পুলিশ ঘটনার সাথে জড়িত মকিম উদ্দীন, সুমন, মালেক ও সফিনা বেগমের নামে চার্জশীট দেন। আদালতের বিচারক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আজ আসামী মকিম উদ্দীন, সুমন, মালেকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। তবে মামলার আসামী মকিম উদ্দীন পলাতক রয়েছেন। অন্যদিকে সফিনা বেগম মারা যাওয়ায় তার বিরুদ্ধে মামলা নিস্পতি করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST