বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা যাচ্ছে বেরোবি ফুটবল দল

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা যাচ্ছে বেরোবি ফুটবল দল

শিহাব মন্ডল, বেরোবি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উৎযাপন এর অংশ হিসেবে আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০ এ অংশ নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফুটবল দল আগামীকাল ঢাকার সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবে । বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক জনাব মাসুদ-উল-হাসান এর প্রচেষ্টায় প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফুটবল দল। এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক জনাব মাসুদ-উল-হাসান বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফুটবল দল তৈরি এবং আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে প্রথমবারের মত অংশ করার সকল কাজের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ফুটবল দলের সফলতা কামনা করছি,সেইসাথে বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যেন ফুটবল দল আমাদের জন্য সুনাম বয়ে আনতে পারে। ফুটবল দলের অধিনায়ক বাবুল হোসেন বলেন,প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের বাইরে খেলতে যাচ্ছি।শৃঙ্খলার সাথে খেলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনতে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আগামী ১৪-০৩-২০২০ তারিখ সকাল ৯ টায় মুখোমুখি হবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাথে এবং ১৬-০৩-২০২০ তারিখে একই সময়ে মুখোমুখি হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সে এর ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest