মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ মধ্যরাতে কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও জরিমানা করার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয় । রবিবার সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সমানে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানাউল্ল্যাহ , সহ-ভাপতি মোঃ জুলহাজুল কবীর ও সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ । এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ,যুগ্ম সাধারন সম্পাদক বিপ্লব কুমার ,ডি কে মহন্ত, সাংগঠনিক সংম্পাদক মোঃ আতিকুল ইসলাম,সাংবাদিক অলিউর রহমান মিরাজ, রোকনুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন । এর আগে, শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাত ১২টার দিকে মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রাম শহরের চড়ুয়াপাড়ার বাড়ি থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকের মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।