তেঁতুলিয়ায় সিঙ্গাপুর ফেরত যুবক হোক কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০

তেঁতুলিয়ায় সিঙ্গাপুর ফেরত যুবক হোক কোয়ারেন্টাইনে

জুলহাস উদ্দীন, তেতুলিয়া প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় সিঙ্গাপুর ফেরত গুলজার (২৫) নামে এক যুবক হোক কোয়ারেন্টাইনে রয়েছে। সে উপজেলার মাথা ফাটা এলাকার আব্দুল করিমের ছেলে। সোমবার (১৬ মার্চ) বিকেলে খবর পেয়ে সিঙ্গাপুর ফেরত ঐ যুবককে পরীক্ষা-নিরীক্ষার পর হোক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প ডা. রুকুনুজ্জামান রকন। স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৪ মার্চ (বুধবার) সিঙ্গাপুর থেকে দেশে ফিরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গ্রামের বাড়ি মাথা ফাটা এলাকায় গিয়ে পরিবারের সাথে অবস্থান করেন গুলজার। খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) কাজী আনিছুর রহমান গুলজার ও তার বাবা করিমকে হাসপাতালে আসতে খবর পাঠান। পরে সোমবার গুলজার ও তার বাবা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক করোনা পরীক্ষা করে শারীরিক অবস্থা ভালো পেয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প ডা. রুকুনুজ্জামান রকন বাংলানিউজকে জানান, পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। আমরা সাধারণত ১৪ দিন হোম কেয়ারেন্টাইনে থাকতে বলি। যেহেতু গত ৪ তারিখ থেকে মোট ১২দিন ধরে তিনি বাড়িতে ছিলেন সে হিসেবে হোম কেয়ারেন্টাইনে থাকার আর মাত্র দুদিন রয়েছে। তাই আমরা সিভিল সার্জনের নির্দেশে তাকে অতিরিক্ত আরো ৭দিন থাকার পরামর্শ প্রদান করি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest