মুজিববর্ষ উপলক্ষ্যে হিলিতে পৌরসভার উদ্যোগে সড়কে পানি ছিটানোর উদ্বোধন

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

মুজিববর্ষ উপলক্ষ্যে হিলিতে পৌরসভার উদ্যোগে সড়কে পানি ছিটানোর উদ্বোধন

মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর হিলিতে বঙ্গবন্ধু জন্মশতবাষির্কী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর ও ধুলাবালি রোধে সড়কে পানি ছিটানো কার্যক্রম শুরু করেছে হাকিমপুর হিলি পৌর সভা। আজ বুধবার দুপুরে পৌর সভার কার্যালয় সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র জামিল হোসেন চলন্ত। পৌর মেয়র জামিল চলন্ত বলেন, রাস্তা ধুলাবালির ও কারণে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্ট হয়। তাই রাস্তায় পানি ছিটানোর সিদ্ধান্ত নিয়েছি। দুইবেলা সড়কে পানি ছিটানো হবে।হিলি স্থলবন্দর রাস্তা গুলো ধুলাবালি হয় পৌর সভার উদ্যেগে হিলি শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মিলেমিশে এই শহরটাকে সুন্দর ও বাসযোগ্য নগরী করতে চাই। এসময় পানি ছিটানোর এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, হাকিমপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest