তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২০

তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :-  তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গেল খাদে। এ ঘটনায় বাসটির আহত হয়েছেন ১৫জন যাত্রী। আহতরা হলেন বাংলাবান্ধার আল আমিন (১৪), জেলার ধাক্কামারার শাহিন (২৭), রনজিত (২৮), উপজেলার ঠুনঠুনিয়ার তমিরুল (৫০), বুড়াবুড়ির রাজ্জাক (২৮), চৌধুরী পাড়ার জমিনা খাতুন (৩০), মালেকা (৪০), আমিনুর (৫০), ঠাকুরগাঁওয়ের সামডিল (৫০), জামাদার গছের আবুল হোসেন (৫০), মমিনপাড়ার শুভ (২০), বুড়াবুড়ির কাটাপাড়ার নুর ইসলাম (৪৪), দর্জিপাড়ার পারভেজ (৮) ও তার মা পারভীন (৩০)। আজ বুধবার পৌনে সাতটার দিকে রনচন্ডীর ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত তিনজনকে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে এ ঘটনায় কোন নিহতের ঘটনা ঘটেনি। জানা যায়, তেঁতুলিয়া-বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে বাংলাবান্ধা হতে তেঁতুলিয়ার দিকে আসছিল মা আমেনা নামের যাত্রীবাহী বাসটি আসছিল। রনচন্ডীর ইসলামপুর নামক স্থানে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest