দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বছরে পদার্পন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার প্রেস ক্লাব আনিসুল হক মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি নাজমুল হাসান। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও ভাল ভাল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভাল কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest