দিনাজপুরে ৩ চীনা নাগরিকসহ ৫০ জন হোম কোয়েরেইন্টাইনে

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

দিনাজপুরে ৩ চীনা নাগরিকসহ ৫০ জন হোম কোয়েরেইন্টাইনে
রাকিবুল ইসলাম-দিনাজপুর প্রতিনিধি :-  দিনাজপুরের সদর , হাকিমপুর , নবাবগঞ্জ , খানসামা ,বিরামপুর , কাহারোল , বীরগঞ্জ ,ঘোড়াঘাট , চিরিরবন্দর ও পার্বতীপুরের বড়পুকুরিয়া ৩ চীনা নাগরিকসহ ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখেন জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সকাল ৮ টার দিকে জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস তিন জন চীনা নাগরিকসহ ৫০ জন বিদেশ ফেরত ব্যাক্তিদের কে হোম কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন । নভেলা করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিদেশ ফেরত দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ জন, সদরের ২ জন , পার্বতীপরের বড়পুকুরিয়ায় ৩ জন চীনা নাগরিকসহ ১১ জন , বিরামপুরে ১০জন , ঘোড়াঘাটে ৮ জন , কাহারোলে ৫ জন , বীরগঞ্জে ৪ জন , খানাসামায় ৩ জন , হাকিমপুরে ৩ জন , নবাবগঞ্জে ২ জন এবং চিরিরবন্দরে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । এছাড়া আরোও হোম কোয়ারেন্টাইনে থেকে ২০জন সুস্থ হয়েছেন ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest