ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
বুলবুল আহাম্মেদ, নাটোর প্রতিনিধিঃ নাটোরে পুলিশের পক্ষ থেকে জনগণকে করোনা সচেতনে লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে স্থানীয় কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মাস্ক বিতরণ করা হয়। মাস্ক নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এই লিফলেট এবং মাছ বিতরণ করেন। করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের মাঝে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। গুজব এবং আতঙ্ক নয় সচেতনতাই পারে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST