হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ
মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর প্রতিনিধি :- ভারতের ৮০ টি শহরে লকডাউন ঘোষনা করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল থেকে ভারত থেকে আমদানিকৃত কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি এই বন্দর দিয়ে। করোনাভাইরাস মোকাবিলায় সোমবার বিকেল থেকে লকডাউন জারি করে ভারত সরকার। ফলে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। হিলি কাষ্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সস্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতজুড়ে লকডাউন চলার কারণে হিলি স্থলবন্দর পথে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত হিলি সিএন্ডএফ এজেন্টরা। সেজন্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest