মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর প্রতিনিধি:- করোনা প্রতিরোধ ঠেকাতে দিনাজপুরের হিলিতে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তাই আজ মঙ্গলবার সকাল থেকে কাঁচাবাজার, মুদিদোকান ও ঔষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।