পঞ্চগড়ে আরো ৩৮ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

পঞ্চগড়ে আরো ৩৮ জন হোম কোয়ারেন্টাইনে

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার ৫ উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন সহ ৬০৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। তবে এদের মধ্যে ৪১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা কারো শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে মাদারীপুর হতে রাব্বী নামে এক যুবক জেলার সদর উপজেলার ধাক্কামারা এলাকায় সুজন নামে তার ভায়রার বাড়িতে বেড়াতে আসে। পরে গত রোববার রাতে বুকের ব্যাথা নিয়ে রাব্বী নামে ওই যুবক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসলে চিকিৎসকরা তাকে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। তবে সুজনের বাড়ির ৯ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা রাব্বী করোনায় আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত করেনি জেলা স্বাস্থ্য বিভাগ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest