হিলিস্থলবন্দরে গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

হিলিস্থলবন্দরে গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে
  মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর প্রতিনিধিঃ- করোনা ভাইরাস বিস্তার রোধে হিলিতে বিভিন্ন গুরুত্ব্পূর্ণ স্থান ও লোক সমাগম জায়গা গুলোতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে হাকিমপুর উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর,কাঁচা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবণুনাশক স্প্রে করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান,যেহেতু হিলি একটি সীমান্তবর্তী এলাকা তাই এর গুরুত্ব বিবেচনা করে ও এ্ই উপজেলার মানুষকে নিরাপদ রাখতে করোনা ভাইরাস বিস্তার রোধে বিভিন্ন উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে। আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে জীবণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো জানান,আমরা বিশেষ করে যেখানে লোকসমাগম ঘটবে যেমন হাসপাতাল,উপজেলা পরিষদ, পৌর কার্যালয়, কাচাঁবাজার ইত্যাদি জায়গায় এই জীবাণুনাশক স্প্রে করছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest