হিলিতে লকডাউন প্রতিদিন ৫০ জনকে খাবার দিচ্ছেন হাকিমপুর ফাউন্ডেশন

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

হিলিতে লকডাউন প্রতিদিন ৫০ জনকে খাবার দিচ্ছেন হাকিমপুর ফাউন্ডেশন
মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আতংকে পুরো বিশ্বে। বাংলাদেশেও পড়ছে তার প্রভাব। করোনাকে ঠেকাতে সরকারী সাধারণ ছুটির ঘোষনা করেছেন। হিলিসহ সবত্র চলছে লক ডাউন। ঘর থেকে বাহির হতে পারবে না কেউ। এমন নির্দেশ মেনে চলছে সবাই। কিন্তু খেটে খাওয়া দিনমজুরদের কি হবে। একদিন কর্ম না করলে মুখে খাবার উঠে না ছেলে-মেয়েসহ স্বপরিবারের। তাদের কথা চিন্তা করে পার্শ্বে দাড়ালেন হাকিমপুর ফাউন্ডেশন। দিনাজপুরের হাকিমপুর ফাউন্ডেশন ”সকলে মোরা সকলের তরে”এই শ্লোগানকে সামনে রেখে একদল তরুন যুবক নিজস্ব অর্থায়নে চাল, ডাল আর আলু নিয়ে শহর গ্রামের অলিগলি খুঁজে রিক্সা, ভ্যান চালক ও দিনমজুরদের হাতে তুলে দিচ্ছেন খাবার। হাকিমপুর ফাউন্ডেশনের যুবকরা বলেন, দীর্ঘ দেড় বছর ধরে আমরা অসহায় মানুষের পাশে থেকে আমাদের সাধ্য মতো তাদের সাহায্য করে আসছি। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে মানুষ যখন ঘর বন্দি। তখন অসহায় দিনমজুরদের পাশে কিছু চাল ডাল আর আলু নিয়ে তাদের পাশ্বে দাড়াচ্ছি এবং সাহস যোগাচ্ছি। গত দুইদিন ধরে এই কাজ করে যাচ্ছেন তারা। প্রতিজনকে দেড় কেজি চাল, আড়াই’শ গ্রাম ডাল আর আধা কেজি আলু দিচ্ছে। প্রতিদিন প্রায় ৫০ জন অসহায়দের এই খাবার বিতরণ করা হয় বলে জানিয়েছেন হাকিমপুর ফাউন্ডশন । তারা হিলির প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest