খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরোঃ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানের বরাদ্দকৃত করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করছেন। উপেজলার বিভিন্ন বাজরে গিয়ে জীবানু নাশক ছিটিয়ে ভ্যান চালক,অটোচালককে মাস্ক পরিয়ে দিচ্ছেন ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ। রবিবার নিতাই ইউনিয়নের মুশরুত বেলতলী বাজারে,পুটিমারী ইউনিয়নের ছাদুরারপুল বাজারে ও বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাধারন মানুষের মাঝে মাস্ক,হান্ডস্যানিটাইজার ও গ্লোবস বিতরণ করেন। তিনি সংক্ষিপ্ত আলোচনায় বলেন, প্রতিটি মানুষ আজ করোনা ভাইরাসের কারণে সঙ্কটাপন্নে আছেন। কেউ বাড়ীর বাহিরে প্রয়োজন ছাড়া বাহির হবেন না এবং বাজারে ৩ফুট পর পর দাড়িয়ে অবস্থান করবেন। কেউ কারো সাথে গা ঘেষাঘেসি করে দাড়াবেন না। তিনি জাতীয়পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের এলাকার গরীব দুঃখী ও অসহায় মানুষের বাড়ীতে গিয়ে খোঁজ খবর রাখবেন কোন পরিবার খাবারের অভাবে কষ্টে করছেন। তাদের তালিকা করে উপজেলা জাতীয়পার্টির অফিসে তালিকা পৌছে দিবেন। আমরা তাদের বাড়ীতে গিয়ে প্রয়োজনীয় খাদ্য পৌছে দিব। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব ঠিকাদার রশিদুল ইসলাম,ছাত্র সমাজের আহবায়ক শাকিল ইসলাম,যুবসংহতির আহবায়ক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম,জাতীয়পার্টি নেতা মজিদুল ইসলাম মিন্টুসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।