গৃহবন্দী থেকে বেরিয়ে গরীবের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শার্শার কতিপয় নেতা

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

গৃহবন্দী থেকে বেরিয়ে গরীবের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শার্শার কতিপয় নেতা

এসএম স্বপন,বেনাপোলঃ গৃহবন্দী থেকে বেরিয়ে এসে গরীবের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেলো শার্শার কিছু কিছু নেতা-কর্মিকে। তারা নিজ উদ্যোগে শার্শা উপজেলার বিভিন্ন অঞ্চলে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও গণসচেতনতায় হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, ব্লিচিং পাউডার ও সাবান বিতরণ করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দেওয়া অনুদান শার্শার দরিদ্র মানুষের ঘরে পৌঁছে গেছে। এদিকে, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। বেনাপোল পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল তার ইউনিয়নের বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা ৭০টি পরিবারের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। ইলিয়াস কবির বকুল বলেন, যারা হোমকোয়ারেন্টাইন মেনে চলছেন তাদের বাড়িতে চাল, ডাল, তেল, পেয়াজ, কাচাঁবাজার ও ফল পাঠানো হয়েছে। আইন মেনে চলায় বাগআঁচড়া ইউনিয়নের ওই পরিবারের কেউ বাজারে যেতে পারছে না তাই এই উদ্যোগ নিয়েছি। নাভারনের সাংবাদিক সেলিম রেজা নিজস্ব উদ্যোগে আজ করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্ধি ৫টি গ্রামের ১২৭টি নিম্ন আয়ের হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর নেতৃত্বে অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সাধারণ মানুষের মাঝে সচেতনতা মূলক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছেন। নাভারন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়ারাব হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। অপরদিকে, বিভিন্ন সংগঠন তাদের নিজ উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest