করোনায় বেনাপোলে ৩৫০ দুস্থ অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য বিতরণ

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

করোনায় বেনাপোলে ৩৫০ দুস্থ অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য বিতরণ
এসএম স্বপন,বেনাপোল প্রতিনিধিঃ করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বের ১৯৯টি দেশে পৌঁছে গেছে। করোনার থাবা পড়েছে বাংলাদেশেও। আর এই করোনার প্রভাবে জনজীবনে নেমে এসেছে কালো মেঘ। দিনমুজুরেরা পড়েছে ঘোর বিপাকে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়ায় তাদের আয়-উপার্জনের পথ একবারে বন্ধ। যারা দিন এনে দিন খায় তাদের চুলা জ্বলে না ঘরে। কী এক নিদারুণ বোবা আর্তনাদ বাতাসে ভেসে আসে। আর এই অসহায় মানুষের কথা চিন্তা করে শার্শা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় বেনাপোল গাজীপুর গ্রামে দুস্থ অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপির উদ্যোগে ও বেনাপোল গাজীপুর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ৩৫০ দুস্থ অসহায় দিনমজুর পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব এনানুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ইকবাল হোসেন রাসেল, গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজনুর রহমান।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest