শার্শায় ১৭ টি গ্রামে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান আয়নাল

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

শার্শায় ১৭ টি গ্রামে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান আয়নাল
এসএম স্বপন,বেনাপোল প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা প্রতিরোধে সরকারের নির্দেশে গৃহবন্দী শার্শার উলাশি ইউনিয়নের ১৭ টি গ্রামের অসহায় দিনমজুরের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চেয়ারম্যান আয়নাল হক। শনিবার (০৪ এপ্রিল) সকালে খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণে সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান, কবির হোসেন, কামাল হোসেন, হাসান ও আহম্মাদ আলি। ইউপি চেয়ারম্যান আয়নাল হক বলেন, সরকার দেওয়া নির্দেশনা মেনে ঘরবন্দী আজ দিন আনা দিন খাওয়া অসহায় মানুষ। তাই প্রধান মন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত সামার্থ অনুযায়ী এসব পরিবারে এক সপ্তাহের চাউল, ডাউল সহ অন্যান্য খাদ্যদ্রব বিতরণ করা হয়েছে। দেশের চলমান দূর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমত তা বিতরণ অব্যাহত থাকবে। এসময় তিনি সমাজের বিত্তশালীদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest