নবাবগঞ্জে অভুক্ত কুকুরের পাশে মানবিক যুবক সুমন বাবু

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

নবাবগঞ্জে অভুক্ত কুকুরের পাশে মানবিক যুবক সুমন বাবু
মোঃ হাসিম উদ্দিন, আঞ্চলিক প্রতিনিধি:- করোনা ভাইরাসের প্রভাবে যখন গোটা দেশ স্থবির হয়ে পড়েছে। সরকারি নির্দেশনা মেনে গৃহবন্দী জনসাধারণ। বাজারগুলিতে দোকান-পাট হোটেল রেস্তোরা বন্ধ। সব কিছু বন্ধ থাকায় এলাকায় অবস্থিত কুকুরেরা পড়েছে বিপাকে। চাহিত খাবার না পেয়ে কয়েক দিন যাবত প্রায় অভুক্ত অবস্থায় রয়েছে এ প্রাণীগুলি। এমন পরিস্থিতিতে খাবার নিয়ে সেই অভুক্ত প্রাণীদের পাশে দাড়িয়েছে নবাবগঞ্জের মানবিক যুবক সুমন বাবু। তিনি উপজেলার জগন্নাথপুর গ্রামের সোহরাব হোসেনের পুত্র। সুমন বাবু প্রতিদিন তার নিজ খরচে বাড়ীতে খিচুরী রান্না করে উপজেলার সদরের বিভিন্ন স্থানে কলা পাতা পেতে সেই খিচুড়ী কুকুরদের মাঝে পরিবেশন করছেন। এ কাজে তাকে সহায়তা করছে তার ৩ বন্ধু। সুমনের বন্ধু ফারদিন, সিহাব রিদওয়ান জানান- প্রথমে সুমনের কুকুরকে খাওয়ানোর কথা শুনে অবাক হয়েছিলাম। পরে তার ভাবনাটি মানবিক ও মহত মনে হওয়ায় আমরা তাকে সহায়তা করছি। এ কাজে সুমনকে সহযোগিতা করতে আমাদেরকেও খুব ভাল লাগছে। সুমন বাবু জানান- কয়েকদিন আগে তিনি মসজিদ থেকে নামাজ আদায় করে বের হয়ে রাস্তায় অসহায় কুকুরদের অভুক্ত অবস্থায় শুয়ে থাকতে দেখে তার মায়ার জন্ম নেয়। ঐ সব কুকুর গৃহস্থের বাড়ীর ও হোটেল রেস্তোরার উচ্ছিস্ট খেয়ে বেঁচে থাকে। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের প্রভাবের কারনে হোটেল রেস্তোরা ও বাড়ীর দরজা বন্ধ থাকায় কুকুরগুলি অনাহারে কষ্ট পাচ্ছে। অভুক্ত মানুষের পাশে সরকার ও বেসরকারী ত্রান সহায়তা দেয়া হচ্ছে। কিন্তু অভুক্ত কুকুরদের খাবার দেওয়ার কেউ নেই। সেই চিন্তা থেকে তিনি প্রতিদিন ৫ কেজি চালের খিচুড়ী রান্না করে ২৫ থেকে ৩০টি কুকুরকে কয়েকদিন যাবত খাবার খাওয়াচ্ছেন। তবে তিনি বেকার যুবক হওয়ায় কুকুরদের খাবার সংস্থান করা কষ্টকর হয়ে পড়েছে বলে জানান। ফলে সে বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। তিনি সব এলাকার এমন প্রাণীদের মানুষকে পাশে দাড়ানোর আহ্বান জানান।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest