ফকিরহাটে জনশুন্য পরিবেশে আট্টাকী শীতলা পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

ফকিরহাটে জনশুন্য পরিবেশে আট্টাকী শীতলা পূজা অনুষ্ঠিত
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের আনুমানিক দুইশত বছরের ঐতিহ্যবাহী আট্টাকী সর্বজনীন শীতলা মন্দিরে বাৎসরিক শ্রী শ্রী শীতলা পূজা অনুষ্ঠিত হয়েছে। তবে এবার করোনা সংক্রমণের প্রভাবে মন্দির এলাকা ছিলনা দর্শনার্থী ও ভক্তবৃন্দদের ভীড়। অল্প কয়েকজনের উপস্থিতিতে শনিবার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি ডাঃ অরবিন্দ পাল (মনি) জানান, এবার করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে কোন রকমে জনসমাগম না ঘটিয়ে শুধুমাত্র বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর দূর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তবৃন্দদের আগমনে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্য দিয়ে শীতলা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে মন্দির কমিটির বিশাল মেলার ধর্মীয় মেলার আয়োজন করেন। মেলায় দূর-দুরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ ও দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়াও পূজা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest