ঘোড়াঘাটে ১০ টাকা দরের চাল বিনামূল্যে বিতরণ শুরু

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

ঘোড়াঘাটে ১০ টাকা দরের চাল বিনামূল্যে বিতরণ শুরু
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের ঘোড়াঘাটে ১০ টাকা দরের ওএমএস এর চাল বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আ. রাফে খন্দকার শাহানসা। আজ মঙ্গলবার (৭ই এপ্রিল) সকালে ঘোড়াঘাট পৌর এলাকার পাবলিক লাইব্রেরী চত্তরে ২০০ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিনামূল্যে বিতরণ করা হয়। এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে পৌর এলাকার যে কোন ব্যাক্তি সপ্তাহে ৩দিন এই চাল বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আ. সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনূছ আলী মন্ডল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু। ঘোড়াঘাট পৌর মেয়র আ. সাত্তার মিলন বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সপ্তাহে ৩ দিন পৌর এলাকার জনগনের মাঝে মাথাপিছু ৫ কেজি হারে এ চাল বিনামূল্যে বিতরণ করা হবে। এমপি মহাদ্বয়ের নির্দেশে এই চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু জানান, সরকারী নিয়ম অনুযায়ী ওএমএসের চাল ১০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য সরকারী এ চালের সমুদয় অর্থ নিজে পরিশোধ করে জনগনের মাঝে বিনামূল্যে বিতরণের নির্দেশ দিয়েছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest