গভীর রাতে অসহায়দের পাশে জীবন যুব সংঘ

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

গভীর রাতে অসহায়দের পাশে জীবন যুব সংঘ

হারুন অর রশিদ (রিয়াদ) জলঢাকা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়েপড়া অতি অসহায় কিছু পরিবারের পাশে গভীর রাতে পাশে দাড়ালো নীলফামারীর জলঢাকার একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “জীবন যুব সংঘ”। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন যুব সংঘের” সদস্যদের নিজস্ব তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাতে সংগঠনের প্রতিটি সদস্য তাদের নিজ নিজ উদ্যোগে অসহায় ও দুস্থদের বাড়ি বাড়ি যেয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ বিষয়ে জীবন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাজিদুল ইসলাম স্বপন আলোকিত সময় ডট কমকে একান্ত সাক্ষাৎকারে বলেন, করোনা ভাইরাসের কারনে বর্তমানে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে লোকলজ্জার দিকে তাকিয়ে অনেকেই সরকারি ত্রান নিতে অনিচ্ছুক। এ রকম কিছু মানুষের মাঝে আজ আমাদের প্রিয় সংগঠন জীবন যুব সংঘের খাদ্যসামগ্রী বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেই। আমরা আরো প্রায় ১ হাজার কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী পৌঁছে দিবো সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বিত্তবান মানুষেরা যদি কর্মহীন মানুষদের সহায়তা করে তাহলে সবাই নিজ বাড়ীতে থেকে করোনা ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest