কল পেলেই ত্রাণ নিয়ে ছুটে যান নবাবগঞ্জের ইউএনও নাজমুন নাহার

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

কল পেলেই ত্রাণ নিয়ে ছুটে যান নবাবগঞ্জের ইউএনও নাজমুন নাহার
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ সারাদেশে করোনাভাইরাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ অভাব-অনটন । এর থেকে নবাবগঞ্জ বাসীকে রক্ষা করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার । কল পেলেই গ্রামগঞ্জে টানে ছুটে যান এই কর্মকর্তা । শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনের কল লিস্ট এর সূত্র ধরেই অসহায় হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি । সরেজমিনে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউএনও নাজমুন নাহার তার নিজস্ব গাড়িতে করে বাড়ি বাড়ি নিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন । দিনের বেলা যতক্ষন অফিসে থাকেন ওই সময় কখনো করোনা সংক্রান্ত সচেতনতামূলক মিটিং কখনো অফিসে আগত অসহায় মানুষদের ত্রান বিতরণ কখনো কখনো রাস্তায় টহলে ব্যস্ত থাকেন এই ইউএনও । তিনি জানান- বর্তমান করোনাভাইরাস প্রতিরোধ পরিস্থিতিতে আপনি কর্মহীন হয়ে পড়েছেন আপনার খাবার সংকট থাকলে এবং সবার সামনে আপনি খাদ্য সহায়তা নিতে বিব্রত বোধ করলে অনুগ্রহ করে আমার ফোনে যোগাযোগ করেন । আপনার পরিচয় গোপন রেখে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা আপনার বাসায় পৌছে দিব ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest