করোনা সংক্রমণ রোধে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

করোনা সংক্রমণ রোধে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা
মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধিঃ- করোনাভাইরাসের সংক্রমণ রোধে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাতে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল হাসান। গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে,সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় দিনাজপুর জেলাকে লকডাউন করা হয়েছে। আজ রাত ১০ টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই লকডাউন থাকবে। এই সময়ে জেলার প্রতিটি সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুধুমাত্র জরুরী সেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। কেউ যদি এ নির্দেশ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest