আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে কর্মহীন স্বেচ্ছায় ঘরে থাকা জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় বসবাসকারী খেটে খাওয়া দিন মজুর ও রিকশা ভ্যান চালক বাড়িতে রাতে খাবার সামগ্রী পৌছে দিলেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও পৌর শহরের বিভিন্ন এলকায় বসবাসকারী খেটে খাওয়া মানুষের বাড়িতে নিজস্ব তহবিল থেকে খাদ্য পৌছে দিচ্ছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা জাহিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ হোসেন প্রমূখ ।