আত্রাইয়ে কম্বাইন হারভেস্টারের চাবি হস্তান্তর ৷

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

আত্রাইয়ে কম্বাইন হারভেস্টারের চাবি হস্তান্তর ৷
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর আত্রাইয়ে কৃষিবান্ধব সরকারের পক্ষে শ্রমিক সংকট লাঘবে এবং কৃষকের কল্যাণার্থে ষাট লক্ষ টাকা মূল্যের দুটি কম্বাইন হারভেস্টার (ধান কাটা ও মারাই) মেশিনের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে গ্রাহকের হাতে চাবি তুলে দেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। এসময় মরনঘাতক করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় কর্মহীন শ্রমজীবি মানুষের পাশে সমাজে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। এছাড়া সর্বসাধারণকে সরকারী নির্দেশ মেনে চলতে এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘড়ের বাহিরে বের হওয়া থেকে বিরত থাকতে বলেন। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাবারের জন্য কাউকে ঘরের বাহিরে বের হতে হবে না। এসময় ইউএনও মো. ছানাউল ইসলাম, কৃষি অফিসার কে এম কাউছার হোসেন, ইউপি চেয়ারম্যান আশাদুজ্জামান পিন্টু, আফছার আলী প্রামানিক, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ উপস্থিত ছিলেন । জানাযায়, উপজেলার হরিপুর গ্রামের সেলিম আলী এবং পালশা গ্রামের সম্রাট হোসেন কম্বাইন হারভেস্টার(ধান কাটা ও মারাই) মেশিনের চাবি গ্রহণ করেন। প্রতিটি মেশিন ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটা এবং মারাই করতে পারবে। এটি একর প্রতি ৭/৮ লিটার তেলে চলবে সেইসাথে শ্রমিক এবং সময় দুটোই সাশ্রয় হবে বলে উপজেলা কৃষি অফিসার জানান।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest