নওগাঁর মহাদেবপুরে গ্রামবাসীর হামলায় ৬পুলিশ আহত

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

নওগাঁর মহাদেবপুরে গ্রামবাসীর হামলায় ৬পুলিশ আহত

সাগর হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে প্রেমের টানে প্রেমিকের বাড়িতে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬ পুলিশ আহত হয়েছে। পরবর্তীতে ওই ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে থানা পুলিশ। উদ্ধারকৃত ছাত্রী কুড়াইল শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়াইল গ্রামে। পুলিশের উপর হামলার ঘটনায় মহাদেবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কুড়াইল গ্রামের বুলন চন্দ্রের পুত্র হিরোনের সাথে একই গ্রামের বিপ্লব চন্দ্রের মেয়ে মুন্না রাণীর (১৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে গত বুধবার মুন্না রানী পালিয়ে গিয়ে প্রেমিক হিরোনের বাড়িতে ওঠে। মুন্না রাণীর পরিবার বিষয়টি পুলিশকে জানালে বৃহস্পতিবার রাতে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লালন কুমার দাসের নেতৃত্বে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের জন্য হিরোনের বাড়িতে যায়। এ সময় হিরোনের বাড়ির লোকজনের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এরএক পর্যায়ে গ্রামের প্রতাপের নেতৃত্বে একদল গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায়। গ্রামবাসীর হামলায় নিজেদের রক্ষার্থে মসজিদে আশ্রয় নিলেও সেখানে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারপিট করে তাদেরকে মসজিদে আটকিয়ে রাখে।

এ হামলায় মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লালন কুমার দাস, পুলিশ সদস্য মো. মাইনুল ইসলাম, তজারুদ হোসেন, শরিফুল ইসলাম, টুটুল হোসেন, রুবেল হোসেন আহত হন। খবর পেয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আটকিয়ে রাখা পুলিশ সদস্যদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং তার প্রেমিক হিরোনসহ তার পরিবারের লোকজন ও হামলাকারীরা পলাতক রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest