সাপাহারে ইসফাত জোরিন মিনা নারী নেত্রী সেচ্ছাসেবকদের জন্য খাবার দিচ্ছে দুপুরে

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

সাপাহারে ইসফাত জোরিন মিনা নারী নেত্রী সেচ্ছাসেবকদের জন্য খাবার দিচ্ছে দুপুরে
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: -নওগাঁর সাপাহারে উপজেলা প্রাসনের দিক নির্দেশনায় করোনা প্রতিরোধে একদল সেচ্ছাসেবী তরুন দিন রাত কাজ করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকায় তাদের দুপুরের খাবারের কথা চিন্তা করে নিজ ব্যাক্তি গত উদ্যোগে প্রতিদিন ৩০ জন সেচ্ছাসেবীকে দুপুরে খাবার যোগান দিচ্ছেন সৃৃষ্টি একাডেমির প্রধান শিক্ষক নারী নেত্রী ইস্ফাত জেরিন মিনা। তিনি বলেন, প্রতিদিন রোদ বৃষ্টি উপো করে জীবনের ঝুঁকি নিয়ে এক দল তরুন সকাল -সন্ধ্যা সদরের জিরো পয়েন্ট, মেডিকেল মোড়, ওয়ালটন মোড়, মন্ডল মোড়, গোডাউন পাড়া মোড়, নতুন বাস স্ট্যান্ড সহ প্রধান সড়ক সমুহে হাত মাইক নিয়ে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আপ্রাণ চেষ্টা করছে। তাদের জন্য তিনি প্রতিদিন নিজ হাতে রান্না করে দুপুরে খাবার যোগান দিয়ে তাদের সহযোগিতা করছেন। সেচ্ছাসেবক টিমের সদস্যগণ এক বেলা খাবার যোগান পেয়ে নারী নেত্রী ইস্ফাত জেরিন মিনার প্রতি কৃৃজ্ঞতা প্রকাশ করেছেন তারা ৷

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest