খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো:- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি ১৯৯৮ শিক্ষা ব্যাচের উদ্যোগে অসহায়,দুস্থ্য ও গরীব কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলার ৯টি ইউনিয়নের ৩শ জন অসহায় পরিবারের সঠিক তথ্য গ্রহনের মধ্য দিয়ে প্রকৃত গরীব ও অসচ্ছল পরিবারকে বেঁচে নেন এস এস সি ১৯৯৮ সালের শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী উদ্যোগের ফলে কর্মজীবি ১৯৯৮ সালের বন্ধুরা তাদের সকল বন্ধুদের সাথে সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে অসহায়দের পাশে দাড়ানোর জন্য প্রথমে পরামর্শ শুরু করে সিদ্ধান্ত গ্রহন করেন। তাদের সকলের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জার এস এস সি ১৯৯৮ গ্রুপের মাধ্যমে তাদের যোগাযোগ ও অর্থ সংগ্রহ চলমান থাকে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগীতার ফলে অসহায় ৩শ পরিবার খাদ্য সহায়তা পায় অবশেষে। কিশোরগঞ্জ ইউনিয়নের গদা মাঝাপাড়ার অসহায় কর্মহীন আমজাদ হোসেন বলেন,আইজ মোর ঘরোত কোন খাবার নাই। মোক আইজ জায় খাবার দিয়া গেল আল্লাহ তার ভাল করবে। নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর কাচারী এলাকার কর্মহীন অসহায় দরিদ্র ‘নুরুজ্জামাত খাবারের প্যাকেট দেখে কান্না জড়িত কন্ঠে বলেন-কোনমতে দিন যায়চে হামার,হামরা খাইনো আর না খাইনো কায়ো হামার খবর নেয় না ব্যাহে। তোমরা যায় মোর বাড়ীত খাবার নিয়া আচছেন তাক তাক আল্লাহ ঝুনি অনেক বড় অপিসার করি দেয়। তার ছাওয়ার ঘরোক ঝুনি আল্লাহ অনেক সুখোত থোয়’। এস এস সি ১৯৯৮ সালের সকল বন্ধুরা প্রতিজ্ঞা বদ্ধ হয়ে বলেন,আমাদের সহযোগীতা শুধু অসহায় ও গরীবদের জন্য অব্যাহত থাকবে। আমরা আগামীতে আরও ব্যাপক ভাবে অসহায়দের কর্মসংস্থান ও তাদের উন্নয়নে কাজ করবো।