বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গরীব কৃষকের ধান কাটা কর্মসূচি

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গরীব কৃষকের ধান কাটা কর্মসূচি
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :এক দিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়, অন্যদিকে শ্রমিক সংকট ও টাকার অভাব। এসব কারণে জমির পাকা ধান কাটা সম্ভব হচ্ছিল না গরীব চাষি এনামুল কবিরের। এমন পরিস্থিতিতে সংসারে সংকট ও খাবারের অভাব নিয়েই দিনাতিপাত করছিলেন তিনি। এ খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ। সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাড়াপাড়া ইউনিয়নের পুটিমারির ডরে দরিদ্র কৃষক এনামুল কবিরের পাকা ধান কেটে দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এই ধান কাটা হয়।সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নির্দেশে আমরা এই ধান কাটা কর্মসূচি গ্রহন করি। এ সময়ে ধান কাটায় আরো অংশ নেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিক উল ইসলাম পিয়াস সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের কর্মীরা।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest