নবাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের ‘মানবতার দোকান’

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

নবাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের ‘মানবতার দোকান’
মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: আসন্ন রমজান উপলক্ষে করোনাভাইরাসের কারনে লকডাউন চলা অবস্থায় কর্মহীন হয়েপড়া শ্রমজীবি, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ মানবতার দোকান খুলেছেন । শুক্রবার সকালে মানবতার দোকান’টি উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলা ছাত্রলীগ এটির আয়োজন করেন। উপজেলার রামপুর বাজার মোড়ে মানবতার দোকানটির অবস্থান। সরেজমিনে শুক্রবার সকালে ‘মানবতার দোকান’টিতে গিয়ে দেখা যায়, সেখানে সারিবদ্ধ ভাবে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে । কাঠের তৈরী চকির উপর সাজানো রয়েছে পোটল, করলা, বেগুন, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়া, ডাটাসহ সংসারের সবজী জাতীয় নিত্যপণ্যে। দাঁড়িয়ে থাকা মানুষগুলোর যার যেটি প্রয়োজন পাশে থাকা ছাত্রলীগের কর্মীরা ব্যাগে ওজন ছাড়ায় হাতের মুঠোভরে ঢুকিয়ে দিচ্ছেন।এতে কোন ক্রেতাদের কাছ থেকে নেয়া হচ্ছেনা কোন টাকা। জানতে চাইলে মানবতার দোকানের তত্বাবধায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শাহিনুর ইসলাম সবুজ বলেন, মরণ ব্যাধি করোনাভাইরাস বিশ্বের মানুষকে ঘরে বন্দিকরে ফেলেছে। শ্রমজীবিরা কর্মহীন হয়ে পড়েছে। তাই অসহায় মানুষের মুখে আলো ফুটানোই এই মানবতার দোকানের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন,ইতোমধ্যে সংসদ সদস্য চার উপজেলার ৪০ হাজার শ্রমজীবি কর্মহীন,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসময়.উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুরজামান জনি, যুবলীগের স্থানীয় ওয়ার্ড সভাপতি মাহাবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest