মোঃহাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার সদ্য নবজাত শিশুর একটি ভ্রুণ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রাম থেকে ওই ভ্রুণটি উদ্ধার করা হয়। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রামবাসিদের বরাতদিয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন,হরিহরপুর পিঁয়াজ বাড়ি গ্রামে বিরামপুর কাটলা পাকা রাস্তার পাশে একটি পুকুরপাড়ে কাক ঠোট দিয়ে আছঁড়ে খাবার সময় স্থানীয়রা অপরিপক্ক একটি শিশুর ভ্রুণ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে সেটি উদ্ধার করে। থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ওই শিশুর ভ্রুণটি বয়স ৪ থেকে ৫ মাস হতে পারে। ভ্রুণটি পাখির ঠোঁটের আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। ভ্রুণটি উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।