দিনাজপুরের খানসামা থানা পুলিশের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

দিনাজপুরের খানসামা থানা পুলিশের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর :- মঙ্গলবার  (২৮ এপ্রিল) ৪র্থ রমজানে খানসামা উপজেলার সূবর্ণ খূলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন এ থাকা রোজাদার ব্যক্তিদের খানসামা থানা পুলিশ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরন করেন খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসাইন। শুধু তাই নয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় খানসামার থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন এর উদ্যোগে ফাঁকা জায়গায় ফসল ফলাতে খানসামা থানা ক্যাম্পাসের ভিতরে পরিত্যক্ত ও ফাঁকা জায়গায় বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ করেছেন খানসামা থানা পুলিশ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষকে ঘরে ফেরাতে আর নিরাপত্তা দিতে খানসামা থানা পুলিশ সদা সর্বত্র প্রস্তত। প্রতিদিন রাতে চলছে গাড়ি তল্লাশি। বর্তমান পরিস্থিতি নিয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসাইনের সাথে কথা বললে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে খানসামা থানা পুলিশ যে কোন মূল্যে জনগণের স্বার্থে তাদের সেবা অব্যাহত রাখবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনার অভিশাপ থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত সকল নির্দেশনা খানসামা থানা পুলিশ অক্ষরে অক্ষরে পালন করবে। তবে খানসামার শান্তি প্রিয় মানুষের জন্য একটা অনুরোধ আপনারা ঘরে থাকুন নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। খানসামা থানার পুলিশ করোনা ভাইরাসের ভয়াবহতায় বাসায় অবস্থান করা মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং পুলিশের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন খানসামার জনগন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest