বীরগঞ্জে স্বামী-স্ত্রীকে গ্রামে ঢুকতে বাধা অবশেষে ইউএনও হস্তক্ষেপে হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

বীরগঞ্জে স্বামী-স্ত্রীকে গ্রামে ঢুকতে বাধা অবশেষে ইউএনও হস্তক্ষেপে হোম কোয়ারেন্টাইনে
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর:-  নারায়ণগঞ্জ থেকে আসা স্বামী আনারুল ইসলাম ও স্ত্রী সাইদি আক্তার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শিতলাই গ্রামে নিজ বাসায় ঢুকতে চাইলে মঙ্গলবার সকালে তাদেরকে বাধা দেয় স্থানীয়রা। পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের শ্বশুর বাড়ি সাইফুল ইসলামের বাসায় ঢুকতে গেলে এখানেও স্বামী-স্ত্রীকে স্থানীয়রা বাধা দেয় । পরে কোন উপায় না পেয়ে স্বামী আনারুল ইসলাম ও স্ত্রী সাইদি আক্তার ওই পাড়ার বাহিরে সোলার ডীপ পাম্পের পাহারাদারের রুমে অবস্থান নেন। নিজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য ওবায়দুল রহমান এ খবর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনকে অবগত করলে ওই রাতে ইউএনও এসে স্থানীয় লোকজনকে বুঝিয়ে সবাইকে শান্ত করে স্বামী-স্ত্রী দুইজনকেই শশুর বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন এবং পরবর্তীতে তাদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ইউএনও মো. ইয়ামিন হোসেন।এসময় উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার ও ইউপি সদস্য মো. ওবায়দুল রহমান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest