করোনা রোগীর মরদেহ মোরেলগঞ্জে দাফন, ৫০ বাড়ি লকডাউন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

করোনা রোগীর মরদেহ মোরেলগঞ্জে দাফন, ৫০ বাড়ি লকডাউন
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : ঢাকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিকে বাগেরহাটের মোরেলগঞ্জে দাফন করা হয়েছে। এতে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নে নিহত ব্যক্তির বাড়িসহ অর্ধশতাধিক বাড়ি লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নিহত পরিবারের সদস্য, দাফন ও জানাজার সঙ্গে সংশ্লিষ্ট সবার নমুনা সংগ্রহ করার জন্য বাগেরহাট স্বাস্থ্য বিভাগের একটি টিম ওই এলাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির। হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরামুজ্জামান জানান, গত সোমবার (২৭ এপ্রিল) সকালে ঢাকাতে মারা যায় ওই ব্যক্তি। ওই রাতেই তার দুই ভাই, স্ত্রী, সন্তানসহ ১০-১২ জন মিলে মরদেহ মোরেলগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তার স্বজনরা করোনা আক্রান্তের বিষয়টি গোপন করে। কিন্তু এলাকাবাসীর সন্দেহ হওয়ায় চিকিৎসকদের জানানো হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিহতের নমুনা সংগ্রহের পরে জানাজা ও দাফন করা হয়। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. কামাল হোসেন মুফতি বলেন, নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় ঢাকা থেকে নিয়ে আসা হয় এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমরা তার নমুনা সংগ্রহ করি। পরে তার রিপোর্টে করোনা শনাক্ত হওয়ায় ওই বাড়িসহ আশপাশের ৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই পরিবারসহ দাফনের সঙ্গে জড়িত সবার নমুনা সংগ্রহের জন্য ১০ সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest