করোনা পরিস্থিতির শিকার শিক্ষার্থীদের পরিবারের পাশে হাবিপ্রবি সাংবাদিক সমিতি

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, মে ১, ২০২০

করোনা পরিস্থিতির শিকার শিক্ষার্থীদের পরিবারের পাশে হাবিপ্রবি সাংবাদিক সমিতি
হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) :-  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করেছে করোনাভাইরাস। এর প্রকোপ থেকে বাচতে সারাবিশ্বে চলছে লকডাউন। মানুষ হারাচ্ছে চাকরি, হারাচ্ছে কর্মসংস্থান৷একমাসের বেশি সময় ধরে সবার আয়ের উৎস বন্ধ। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী এদের বেশিরভাগই এসেছে নিম্ন মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবার থেকে। এদের মধ্যে অনেকেই টিউশনি কোচিং করিয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে নিতেন। আবার অনেকে পরিবারকেও সহায়তা করতেন। কিন্ত এই করোনা কেড়ে নিল সব। অনেকের পরিবার পড়েছে নাজুক অবস্থা। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের যে কয়টি সংগঠন এগিয়ে এসেছে তাদের সহায়তা করতে এর মধ্যে হাবিপ্রবি সাংবাদিক সমিতি অন্যতম। এ পর্যন্ত ১৬ জন শিক্ষার্থীর পরিবারকে সহায়তা যোগাড় করে দিয়েছে এ সংগঠনটি। সাহায্য চেয়ে সাংবাদিক সমিতির কোন সদস্যের সাথে যোগাযোগ করলেই তারা পরিচয় গোপন রেখে যথাসম্ভব সহোযোগিতার হাত বাড়িয়ে দেয়। এ কাজে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের মহান কিছু শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। কৃষি অনুষদের এক শিক্ষার্থী বলেন, চার ভাই-বোনের পরিবারে আমিই বড় বাবা ক্ষুদ্র দোকানদার। আমি টিউশনি ও কোচিং করিয়ে নিজের পড়াশোনার খরচটা চালিয়ে যেতাম। মাঝেমধ্যে পরিবারকেও সহায়তা করতাম। কিন্তু বর্তমান পরিস্থিতি আমার টিউশনি কোচিং ও বন্ধ লকডাউনে বাবার দোকান ও বন্ধ। এমতাবস্থায় সাংবাদিক সমিতির গ্রুপের একটি পোস্টে সাড়া দিয়ে আবদুল মান্নান ভাইকে আমার পরিবার অবস্থা জানালে তিনি সহোযোগিতার হাত বাড়িয়ে দেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিরারজুল মিশকাত বলেন,বিশ্ববিদ্যালয়ের খবরের ফেরিওয়ালা হিসাবে কাজ করে হাবিপ্রবিসাস। তাই সংগঠনের প্রায় প্রতিটি সদস্যের কাছে কেউ না কেউ তার পরিবারের নানা সমস্যার কথা জানাতে দেখা যায় বিগত দুই-তিন সপ্তাহ ধরে। মূলত সেই উপলব্ধি থেকেই হাবিপ্রবিসাস একটি মাধ্যম হিসাবে কাজ করছে। আমাদের কাছে যারা সার্বিক সহায়তা করছেন হাবিপ্রবিসাস তাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমি হাবিপ্রবিসাসের সদস্যদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারা প্রতিনিয়ত ডোনার খুঁজে খুঁজে ওই সব শিক্ষার্থীর পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন। উল্লেখ্য হাবিপ্রবি সাংবাদিক সমিতি এর আগেও করোনা পরিস্থিতি নিয়োজিত মহান পেশার মানুষদের ব্যাতিক্রম উদ্যোগে সম্মান জানিয়েছিলো।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest