রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি :- রংপুরের পীরগঞ্জে খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘষে ৮ জন গুরুতর আহত সহ ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যাক্তি উপজেলার গুর্জিপাড়া (কদরের পাড়া) গ্রামের মৃত সবের উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৫৫) বলে জানা যায়। গত শুক্রবার সকাল ৯ ঘটিকায় উপজেলার ৪ নং কুমেদ পুর ইউনিয়নের রত্নেশাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জরিত ৬ ব্যাক্তিকে পুলিশ আটক করেছে। এলকাবসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রত্নেশা পুর মৌজার বিলে সরকারের কয়েক শত খাস জমি রয়েছে। উক্ত জমি অত্র এলাকার জনসাধারণ দীর্ঘদিন থেকে পৃথক পৃথক বাহিনী বিভক্ত হয়ে চাষাবাদ করে আসছে। এর মধ্যে রত্নেশাপুর গ্রামে লুৎফর মিয়ার বাহিনী ও দুদু মিয়ার বাহিনীর মধ্যে উক্ত জমিতে চাষাবাদকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। লুৎফর মিয়ার বাহিনী কর্তৃক লাগনো ইরি/বোরো পাকা ধান কর্তনপূর্বক ট্রলি যোগে বাড়ীতে নিয়ে আসার সময় দুদু বাহিনীর প্রায় ৪০ জন লোক বিভিন্ন দেশীয় অস্ত্রে নিয়ে অতর্কিত হামলা চালয়। উক্ত হামলায় ৮ জন গুরুতর আহত সহ ঘটনা স্থলে ১ জন নিহত হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র সঙ্গীও ফোর্স সহ ঘটনা স্থল পরিদর্শন করে। আহতদের দ্রæত উপজেলা সাস্থ্য কমপ্লেক্স সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সহ নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনা স্থল থেকে দুদু বাহিনীর আব্দুল আজিজ (৫০) পিতা-সামছু মিয়া, রাজ্জাক আলী (৪৫) পিতা- আজগার অলী, আবু বক্কর ছিদ্দিক (৬০) পিতা- আব্দুল বাড়ী, সুজা মন্ডল (২২) পিতা- লাল মিয়া, কালাম মিয়া (৪৫) পিতা- আব্দুল কাদের এবং রুবেল মিয়া (২৩) পিতা- কালাম মিয়া নামের ৬ ব্যাক্তিকে আটক করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।