এসএম স্বপন,বেনাপোল প্রতিনিধি। বেনাপোল সীমান্ত থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ মহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে বেনাপোল পোর্ট থানার বারোপোতার শিবনাথপুর গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মহিদুল বারোপোতার শিবনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে শিবনাথপুর জামে মসজিদের সামনে ইটের রাস্তার উপর থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ মহিদুলকে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার : ২৭৬