বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদানকারীদের মাঝে পিপিই বিতরণ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ৩, ২০২০

বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদানকারীদের মাঝে পিপিই বিতরণ
এসএম স্বপন,বেনাপোলঃ বৈশ্বিক করোনা সংক্রমণ রোধে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদানকারীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) সকালে শার্শা ও বেনাপোলে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় নিয়োজিত কর্মি ও সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের মাঝে এ পিপিই তুলে দেওয়া হয়। এসময় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি নিজ উদ্যোগে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, বেনাপোল ফায়ার সার্ভিস অফিস, বেনাপোল পোর্টথানা, বন্দরে নিয়োজিত আনসার ক্যাম্প, আইন-শৃংখলায় নিয়োজিত বিশেষ শাখা, সাংবাদিক ও ডাক্তারসহ বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠানে এ পিপিই বিতরণ করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest