খুলনার পর আবারও যশোরে পরীক্ষায় শনাক্ত ১১ জন করোনা রোগী

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মে ৫, ২০২০

খুলনার পর আবারও যশোরে পরীক্ষায় শনাক্ত ১১ জন করোনা রোগী
এসএম স্বপন (যশোর) প্রতিনিধিঃ
যবিপ্রবি ল্যাব জীবাণুমুক্ত করার জন্য কয়েকদিন বন্ধ থাকা পর, পূণরায় দ্বিতীয় বার টেস্টে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে যবিপ্রবি থেকে পরীক্ষার ফলাফলের যে রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়, তাতে এ জেলার ৫৭ নমুনার মধ্যে ১১টি পজেটিভ রিপোর্ট এসেছে।
এছাড়া এদিন যবিপ্রবি পরীক্ষাগারে ঝিনাইদহের ২৩টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং চুয়াডাঙ্গায় ১৩টি নমুনা পরীক্ষায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মাগুরার পরীক্ষিত একটি নমুনার ফল নেগেটিভ আসে।
যবিপ্রবির ল্যাবে আজ মোট ৯৪টি নমুনা পরীক্ষার মধ্যে ১৯টি পজিটিভ এবং ৭৫টি নেগেটিভ ফলাফল এসেছে। এনিয়ে যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ জনে গিয়ে দাঁড়ালো। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকেই ৬৬ জনের ফলাফল পজেটিভ আসে। আর মাত্র তিনটি নমুনার ফলাফল পজেটিভ আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে।
জানা যায়, যশোরের ১১ জনের মধ্যে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন ডাক্তারের করোনা পজিটিভ। এনিয়ে উপজেলাতে তিনজন ডাক্তার তিনজন নার্সসহ ১৩ জন আক্রান্ত।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest